Sylhet Today 24 PRINT

লন্ডনে শোক দিবসের আলোচনা সভাতেই মারামারি করল ছাত্রলীগ (ভিডিও)

জুয়েল রাজ, যুক্তরাজ্য |  ১৬ আগস্ট, ২০১৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জাতীয় শোক দিবসের আলোচনা সভার মধ্যেই সংঘর্ষে জড়িয়েছে যুক্তরাজ্য ছাত্রলীগ।

যুক্তরাজ্যের স্থানীয় সময় অনুযায়ী সোমবার (১৫) জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনার সভার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ওই সভা শেষ না হতেই বাইরে হাতাহাতিতে জড়ান যুক্তরাজ্য ছাত্রলীগ।

যুক্তরাজ্য ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের তুমুল হট্টগোল আর মারামারির এক পর্যায়ে লন্ডন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, যুক্তরাজ্য ছাত্রলীগের বর্তমান রাজনীতি সভাপতি তামিম আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েলের নেতৃত্বে দুই গ্রুপে বিভক্ত। লন্ডন মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ফখরুল কামাল জুয়েলের অনুসারী। সে কারণেই তামিম আহমদ লন্ডন মহানগর ছাত্রলীগের কমিটি থেকে নাজমুল ইসলামকে সরিয়ে দিতে কমিটি ভেঙে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ।

এই বিরোধের জের ধরেই সোমবার তামিম আহমদ এবং নাজমুল ইসলাম বিতর্কে জড়ালে এক পর্যায়ে দুপক্ষে হাতাহাতির ঘটনা ঘটে।  

যুক্তরাজ্য আওয়ামী লীগের  সভাপতি সুলতান শরীফের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিনম্র শ্রদ্ধায় আমরা জাতির জনকের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করেছি। কোন ঝামেলা হয়নি। অনুষ্ঠান শেষে ছাত্রলীগের ছেলেদের নিজেদের মধ্য কথাকাটাকাটি হয়েছে। এই বয়সে বন্ধুদের মাঝে ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। এইটা তেমনি একটা ঘটনা। সিনিয়র নেতারা তাৎক্ষণিকই মিটমাট করে দিয়েছেন।

ছাত্রলীগের সভাপতি তামিম আহমাদ জানান, মারামারির মত কোন ঘটনা ঘটেনি, মহানগর ছাত্রলীগের দুই কর্মীর ব্যক্তিগত বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। আমরা মধ্যস্থতা করে সঙ্গে সঙ্গেই তাদের মিলিয়ে দিয়েছি।  ফকরুল কামাল জুয়েলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে, তাকে  ফোনে পাওয়া যায়নি।  

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা অস্বীকার করলেও প্রত্যক্ষদর্শীরা মারামারির ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। শোক দিবসের অনুষ্ঠানে এমন ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন সাধারণ অনেক নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী একজন বলেন, "যারা এইসব ঘটনা ঘটিয়েছে বা যাদের ইন্ধনে ঘটানো হয়েছে তাদের প্রতি ধিক্কার। আসলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা বা শোকের কিছু নয় নিজেদের প্রভাব প্রতিপত্তি নিয়েই ব্যস্ত সবাই। যা জাতির জন্য লজ্জাজনক।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.