Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের সুফিবাদি ইমাম হত্যায় যুক্তরাজ্যে এক জঙ্গির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

সাজাপ্রাপ্ত জঙ্গি সাঈদ

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথের যুক্তরাজ্য প্রবাসী সুফিবাদি ইমাম জালাল উদ্দিনকে (৭১) হত্যার দায়ে যুক্তরাজ্যে মোহাম্মেদ হোসেন সাঈদী (২১) নামে উগ্র মতাদর্শ ধারনকারী সালাফিস্ট যুবককের  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর)আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দণ্ডপ্রাপ্ত যুবক মোহাম্মেদ হোসেন সাঈদী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের আদর্শ ধারন করত। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাকে  ২৪ বছর কারা ভোগ করতে হবে।

খবরে বলা হয়, ২০০২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের রচডেলে বসবাস শুরু করেন জালাল উদ্দিন। সেখানে তিনি অসুস্থতা বা রোগ ভালো করতে লোকজনকে তাবিজ-কবজ দিতেন। এতে ওই এলাকায় তিনি বেশ পরিচত হয়ে উঠেন। এই তাবিজ দেয়াকে ইসলামবিরোধী কর্মকাণ্ড অখ্যা দিয়ে তাকে হত্যা করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ম্যানচেস্টারের রচডেলে সাউথ স্ট্রিট পার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামে।

তিনি ২০০২ সালে যুক্তরাজ্যের রচডেলে গিয়ে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.