Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদকে কানাডায় সংবর্ধনা

মন্ট্রিয়ল (কানাডা) থেকে সিবিএনএ |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

বাংলা একাডেমী পদক ও ফেলোশিপ প্রাপ্ত লেখক-গবেষক তাজুল মোহাম্মদকে কানাডায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) তাজুল মোহাম্মদকে ভিএজি,বির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

কানাডার মন্ট্রিয়ল নগরীর ৬৭৬৭ কোট দ্য নেইজ মিলনায়তনে ভিএজি,বি সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।

ভিএজি,বি সাধারণ সম্পাদক ড. শোয়েব সাঈদ ছাড়াও সম্বর্ধনা সভায় আরও বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা মেজর (অব.) দিদার আতাউর হোসেইন, ড. ওয়াইজ আহমেদ, ড. কুদরাতে খোদা, ড. সৈয়দ জাহিদ হোসেন, ড. রুমানা নাহিদ সোবহান, জিয়াউল হক জিয়া, মাহমুদুজ্জামান বাবু, অধ্যাপক রোকেয়া চৌধুরী, দিলীপ কর্মকার, মাশরেকুল আলম খান, অপরাহ্ন সুসমিতো, গোপেন দেব, ইয়াহিয়া আহমেদ, অধ্যাপক আবু হোসেন জয়, আফাজউদিন তোতন আহমেদ, মুফতি ফারুক, আব্দুল হাই, আরিয়ান হক, হামোম প্রমোদ সিনহা ও নুরুল আমীন খান।

সভায় উপস্থিত ছিলেন এডভোকেট শহীদুল ইসলাম খান, শরদিন্দু দাস, রণজিৎ মজুমদার, হাজেরা খাতুন, রওশন আরা শোয়েব, ডা. জিনাত ফারাহ নাজ, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, এডওয়ার্ড কর্নেলিয়াস গোমেজ, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, শরদিন্দু দাস, মাসুম আনাম, শংকর রায় চৌধুরী, নজরুল ইসলাম পিরু, বজলুর রশিদ বেপারী, সৈয়দ সানজিদ হোসেন ও নাহিদা আক্তার।

সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাজুল মোহাম্মদ ও প্রধান অতিথি কাজী সাজ্জাদ আলী জহিরের হাতে ভিএজি,বি ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.