Sylhet Today 24 PRINT

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

জুয়েল রাজ, যুক্তরাজ্য |  ১৭ নভেম্বর, ২০১৬

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এর প্রতিবাদে এবং সম্প্রতি নাসিরনগর ও গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ব্রিটেনে হাউজ অফ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। বিক্ষোভকারীরা এই হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

সাম্প্রদায়িক মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ, সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর, মালাউন নয় আমরা নাগরিক সহ নানা শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে, নানা ধর্ম বর্ণের শতাধিক নারী পুরুষ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনরিটি ল-ইয়ার্স ফোরামের সেক্রেটারি স্বপন কুমার মজুমদার, সিপিআরএমবি এর অজিত সাহা, সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের পুষ্পিতা গুপ্ত সহ অনেকে।

বিক্ষোভে ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মাইনরিটি ল ইয়ার্স ফোরাম ইউকে, সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে,সার্বজনীন বাবা লোকনাথ এসোসিয়েশন, কেম্পেইন ফর দা প্রটেকশন অফ মাইনোরিটি ইন বাংলদেশ, সনাতন এসোসিয়েশন, শ্রী শ্রী লোকনাথ ভক্ত পরিষদ ইউকে, সিপিআরএমভি, হিন্দু এসোসিয়েশন ইউকে, মাইনোরিটি এসোসিয়েশন ইউকে সিএক্সভিওএনসহ ২৫টি সংগঠন অংশ নেন।

বিক্ষোভকারীদের সাথে ব্রিটশ পার্লামেন্টের এমপি জিম ফিজ পেট্রিক একাত্মতা ঘোষণা করেন। পেট্রিক বলেন, বাংলাদেশে ব্রিটেনের হাই কমিশন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.