Sylhet Today 24 PRINT

বাংলাদেশি চিকিৎসকদের জন্যে সৌদি আরবের দুয়ার খুলছে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর অবশেষে সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসকদের কর্মক্ষেত্রের দুয়ার খুলছে। সৌদি আরব সরকার বাংলাদেশ থেকে এক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি সপ্তাহের শুরুতে সৌদি সরকার এক হাজার বাংলাদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ চেয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

রাষ্ট্রদূত গোলাম মসীহ গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর বাংলাদেশি চিকিৎসকদের জন্য সৌদি আরবে কর্মক্ষেত্র সৃষ্টি হলো। এর আগে গত ১০ বছর এই সুযোগটি বন্ধ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.