Sylhet Today 24 PRINT

নেপালে ৩৮ বাংলাদেশি গ্রেপ্তার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

নেপালে পাচারের শিকার ৩৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নেপালের পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, উপসাগরীয় দেশগুলোতে ভালো চাকরি পাবার লোভে এরা মানবপাচারকারীদের খপ্পরে পড়েছিলেন। বেশিরভাগ বাংলাদেশিদের কাছে ভ্রমণ বা কাজের কোনও ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তারা অবৈধভাবে নেপালে বাস করছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

তবে এদের মধ্যে দু'জনের কাজের বৈধ কাগজপত্র পাওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর বাকি ৩৬ জনকে কাঠমুন্ডুর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন-এর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কীভাবে নেপালে পাচার হয়ে এলো, এ বিষয়ে আরও তদন্ত করবেন নেপালের কর্মকর্তারা।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি নাগরিক স্থলপথে ভারত হয়ে নেপালে এসেছেন। কাঠমান্ডুর বিভিন্ন পোশাক এবং দর্জির দোকানেই মূলত এরা কাজ করতেন।

পুলিশ জানায়, মানবপাচারকারী চক্র সাধারণত এই ধরনের মানুষদের ইউরোপ বা উপসাগরীয় দেশগুলোতে চাকরি দেবার লোভ দেখিয়ে নিয়ে আসে নেপালে। তারপর এখান থেকে তারা অবৈধ কাগজপত্র তৈরি করে অভিবাসী শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে পাঠায়।

নেপাল পুলিশের মতে, সেখানে অন্তত ৫০০ অভিবাসী অবৈধভাবে বাস করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.