Sylhet Today 24 PRINT

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন

যুক্তরাজ্য প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এনিয়ে টানা পাঁচ বছর সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হল।

শনিবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানব বন্ধনে বিলেতের নবীন প্রবীণ সাংবাদিকরা অংশ নিয়ে দ্রুত বিচার দাবী করেন।

সভায় সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবী তুলেন।

তারা বলেন, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বাঁচাতে একটি শক্তিশালী মহল জড়িত। সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের দায় না নিয়ে সঠিক বিচার করে জাতির প্রত্যাশা পূরণের আহবান জানান। সভায় বক্তারা সম্প্রতি সাগর রুনীর হত্যার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বিশেষ প্রতিনিধি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এবং এস এ টিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিব ও বাংলা টিভির বার্তা সম্পাদক সরোয়ার হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত এর বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু । আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, চ্যানেল এস এর হেড অব নিউজ কামাল মেহেদী, দর্পণ সম্পাদক রহমত আলী, সানরাইজ রেডিও পরিচালক মিছবাহ জামাল, ব্রিকলেইন সম্পাদক জুয়েল রাজ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য পলি সুলতান, ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, এনটিভি ইউরোপের উপস্থাপক আতাউল্যাহ ফারুক,লন্ডন বিডি নিউজ ২৪ এর সম্পাদক জাকির হোসেন কয়েস, ড. আনিসুর রহমান, সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলু, আবদুল মুনিম জাহেদি ক্যারল, বদরুজ্জামান বাবুল, ডিবিসি যুক্তরাজ্য প্রতিনিধি তারেক চৌধুরী, চ্যানেল এস রিপোর্টার রেজাউল করিম মৃধা, নতুন দিন এর বার্তা সম্পাদক মোহাম্মদ কাওছার, এনটিভি ইউরোপের রিপোর্টার আহসানুল আম্বিয়া শুভন, লন্ডন বিডি নিউজ এর চেয়ারম্যান আবদুল বাছিত বাদশা, বিশ্ব বাংলা২৪.কম সম্পাদক শাহ রহমান বেলাল, কবি আনোয়ার ইসলাম অভি, মানবাধিকার কর্মী সিনতীয়া আরেফিন, বাংলা টিভির রিপোর্টার আবুল কালাম, এলবিটিভি এর রিপোর্টার জুবায়ের আহমদ, এসবিটিভি পরিচালক ওমর ফারুক, সাংবাদিক এখলাসুর রহমান, ফিরোজ আহমদ বিপুল, আলাউদ্দিন রাসেল, তানবির হাসান, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, আবদুর রহিম, ইতালি সমিতির কোষাধ্যক্ষ আহমদ টুটুল, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান টিপু, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, সুমন আহমেদ আরো অনেকে।

সভায় সিদ্ধান্ত হয় সাংবাদিক সাগর রুনির হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করার দাবীতে এ মাসের মধ্যে লন্ডন বাংলা প্রেসক্লাবের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে একটি স্মারক লিপি প্রদান করা হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.