Sylhet Today 24 PRINT

ব্রিটেনে আসছে পাঁচ বছর মেয়াদী নতুন ভিসা পদ্ধতি

জুয়েল রাজ, যুক্তরাজ্য |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

বেনিফিট কাট ও অভিবাসী নিয়ন্ত্রন নিজেদের আয়ত্বে রাখতে নতুন ধরণের পাঁচ বছরের কর্মী ভিসা দেয়ার কথা চিন্তা করছে ব্রিটেন সরকার। নতুন এই নিয়মে, ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অথরিটি (ম্যাক) নির্ধারন করবে কতোজন বা কী পরিমাণ ভিসা ইস্যু করা হবে। এই ম্যাকই নির্ধারন করবে হসপিটালিটি, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, হেলথ, সোশ্যাল কেয়ার, খামার- যে সব সেক্টর মূলত ইমিগ্রেশন নির্ভর, সেসব সেক্টরে ইমিগ্রেশনের প্রয়োজনীয়তা, পরিমাণ এবং ভিসা ইস্যুর ব্যাপারে সুপারিশ বা মূল্যায়ন করবে।

ইমিগ্রেশন ও বর্ডারের উপর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রন নিবে ব্রিটেন। সেজন্য সরকার এবং মন্ত্রীরা নতুন দুই ধরনের ইমিগ্রেশন পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। টেরেজা মে দুই ধরনের পদ্ধতি নিয়ে মন্ত্রীদের এবং ইমিগ্রেশনের জন্য গঠিত কমিটির সুপারিশ নিয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।

সানডে টাইমসের ভাষ্য মতে, যে সব ইমিগ্রেন্ট আসবেন নতুন করে, সরকার তাদের পাঁচ বছরের জন্য ভিসা ইস্যুর কথা ভাবছে এবং তাঁরা এই সময়ের মধ্যে বেনিফিট ক্লেইম করতে পারবেন না। বেনিফিটের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। এই পরিকল্পনায় ভাবা হচ্ছে, পাঁচ বছরের জন্য ভিসা দেয়া হবে, যাদের কাজ থাকবে এবং বেনিফিট ক্লেইমের সুযোগ থাকবেনা। মূলত মাইগ্রেশন দশ হাজার কমিয়ে আনার বিষয় নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে।

এই দুই ধরনের পরিকল্পনায় মন্ত্রী, সরকার এবং ম্যাক সব রাজনীতির উর্ধ্বে উঠে ইমিগ্রেশন নিজেদের নিয়ন্ত্রণে নিতে পরিকল্পনা সাজাবে। সেটা অবশ্য প্রকাশও করা হবে। টেরেজা মে, ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশদের জন্য কি পদক্ষেপ নেয়- সেটার উপর নিজের ইমিগ্রেশন পরিকল্পনা সাজাতে নির্দেশনাও দিয়েছেন। হোম অফিসের আইনজীবী সংশয় প্রকাশ করে জানিয়েছেন, এর ফলে সরকারকে আইনী বাধার মুখে পড়তে হতে পারে।

সরকারের এক মুখপাত্র বলেছেন, এখনই চুড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আমরা বলতে চেয়েছি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর অভিবাসনের ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই পদ্ধতি ফলপ্রসূ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.