Sylhet Today 24 PRINT

ফ্রান্সে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

এনায়েত হোসেন সোহেল, (প্যারিস), ফ্রান্স থেকে |  ০৮ মার্চ, ২০১৭

যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্যারিসের গার দো নর্দের প্যারিজিয়ান রেস্টুরেন্টে ব্যাপক সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতে ফ্রান্স আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা আমাদের প্রাণের বাংলাদেশকে যতটুকু ভালবাসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঠিক ততটুকুই ভালবাসতে হবে। তার আদর্শকে বুকে ধারণ করতে হবে। তৎকালীন পূর্ব পাকিস্তানের (আজকের বাংলাদেশ) মানুষের শোষণ-বঞ্চনার প্রতিবাদে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার নির্দেশের জন্য অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সেই অপেক্ষার অবসান ঘটায়। তাই আমাদের চেতনায় বঙ্গবন্ধু থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন তথা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহম্মদ সেলিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহম্মদ, সামাজিক উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, সহ সভাপতি শাহজাহান শাহী, উপদেষ্টা আকাশ, যুগ্ম সাধারণ কবি মস্তুফা হাসান, মাসুদ হায়দার, ফয়সল উদ্দিন, এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান, প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী, সহ প্রচার সম্পাদক সোহেল আহমদ, সহ বাণিজ্য সম্পাদক ছায়েদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, ইব্রাহীম, রনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.