Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ৩৭ বাংলাদেশি আটক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ মার্চ, ২০১৭

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে ৩৭ বাংলাদেশি শ্রমিকসহ মোট ৩৭৬ জনকে আটক করেছে দেশটির সারওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগ।

গত কয়েকদিন ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।

দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, শুধুমাত্র সোমবার ৭২ জন কর্মকর্তাকে নিয়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ১৮ জন বাংলাদেশি রয়েছেন। অবৈধদের চিহ্নিত করতে মাসব্যাপী এ অভিযান চলবে বলেও জানানো হয়।

গত কয়েকদিনের অভিযানে আটক ৩৭৬ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি ১৫৮ জন ইন্দোনেশিয়ান, ১২৭ জন চীনের নাগরিক, ৪৩ জন ভারতীয়, ৭ জন ফিলিপাইনের নাগরিক, একজন শ্রীলঙ্কান নাগরিক ও তিনজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক।

এদের মধ্যে সোমবার অভিযান আটক ১৮ বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

সূত্রঃ দ্য বরনি পোস্ট। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.