Sylhet Today 24 PRINT

সিডনিতে ‘প্রতীতি’র বর্ষবরণ: আনন্দতরঙ্গ উঠে দশ দিকে

ড. শাখাওয়াৎ নয়ন, সিডনি থেকে |  ২৪ এপ্রিল, ২০১৭

অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সিডনির ওয়েন্ট ওয়ার্থভিল রেডগাম সেন্টারে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথিতযশা সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ এবং সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সিডনিবাসী বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বর্ষবরণের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য এবং আবৃতি হলভর্তি দর্শকদের মনোযোগের পিনপতন নিরবতা অধিকার করে।

প্রতীতি বরাবরের মতোই যথাসময়ে (সকাল ১০:৩০ মিনিটে) অনুষ্ঠান শুরু করে।

উল্লেখ্য, সিডনির বাঙালিদের পঞ্চাশাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে ‘প্রতীতি’ সেরকম দুই একটি দীর্ঘজীবী সংগঠনের একটি, যারা সময় মতো অনুষ্ঠান শুরু করে। প্রায় বিশ বছর যাবত সিডনিতে মান-সম্মত অনুষ্ঠান পরিবেশনার কারণে অনেকেই এই সংগঠনটিকে সিডনির ছায়ানট বলেও অভিহিত করেন।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী লাকী আখান্দ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ছবি: সরকার কবিরউদ্দিন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.