Sylhet Today 24 PRINT

‘প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধন দেশের উন্নয়নে সহায়ক’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৭

আমিরাতে সফররত বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিলাল বদরুল বলেন, সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশী প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধন দেশের উন্নয়নে সহায়ক। এক দেশের প্রবাসীর আরেক দেশের প্রবাসীর সাথে সার্বিক যোগাযোগের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।

সোমবার (১৫ মে) আরব আমিরাতের শারজাহস্থ একটি হোটেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কারদিয়া, তেরাদল ও আলীপুর জনকল্যাণ সমিতি উদ্যোগে আয়োজিত সংবর্ধনা এ কথাগুলো বলেন তিনি।

সংগঠনের সভাপতি আব্দুল মুকিত মছনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউএই'র সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা জায়গীরদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলী জাকের সিদ্দীকী, আব্দুল কুদ্দুছ খা মজনু, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাবু অনুকূল রাম এবং আব্দুল হাসিব খোকন।

সংগঠনের যুগ্ম সম্পাদক আমিনুল হাসান খানের স্বাগত বক্তব্যের পর আরো বক্তব্য রাখেন আফজাল সাদেকীন, জামান ফখরুল, এম সুমন আহমদ, হোসাইন মাহমুদ আলতাফ ও কয়েস আহমদ প্রমুখ।

সভায় সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.