Sylhet Today 24 PRINT

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে লন্ডনে তাৎক্ষণিক বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ মে, ২০১৭

বাংলাদেশের সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ন্যায়বিচারের প্রতীক হিসাবে স্থাপিত ভাস্কর্য সরানোর প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে লন্ডনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতের দাবীর মুখে বাংলাদেশে রাতের আঁধারে যখন ভাস্কর্য অপসারণের কাজ চলছিল, সেই দৃশ্য বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়ার পর সেই দৃশ্য দেখে লন্ডনে রাত ১০ টায় পূর্ব লন্ডনে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ জানাতে এসে বক্তারা বলেন, রাতের আঁধারে ভাস্কর্য অপসারণ বাঙালি সংস্কৃতির উপরই আক্রমণ। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করে, অসাম্প্রদায়িক চেতনাকেই খুন করা হয়েছে। রাতের আঁধারে এই ভাস্কর্য অপসারণ বাংলাদেশকে উগ্র ধর্মীয় মতবাদের আঁধারেই নিক্ষিপ্ত করা হয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

তাৎক্ষনিক প্রতিবাদে অংশ নিয়েছিলেন বিলেতে প্রগতিশীল আন্দোলনে সরব থাকা শাহাব উদ্দিন চঞ্চল, সুশান্ত দাশ গুপ্ত, ব্যারিস্টার সৈকত আচার্য, জ্ঞান গুপ্ত, সালেহ উদ্দিন, জুয়েল রাজ, অসীম চক্রবর্তী, সুরঞ্জিত দাশ,প্রশান্ত দাশ সুশান্ত, দিগ্বিজয় শুভ ও সুমন দেবনাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.