Sylhet Today 24 PRINT

কম্বোডিয়াতে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের জনসংযোগ

মাঈনুল ইসলাম নাসিম |  ১৩ আগস্ট, ২০১৭

টাইগার ইকোনমি তথা ব্যাঘ্র অর্থনীতির দেশ ‘কিংডম অব কম্বোডিয়া’। আয়তনে বাংলাদেশের চাইতে ৩৪ হাজার বর্গকিলোমিটার বড় হলেও এখানকার জনসংখ্যা মাত্র দেড় কোটি।

কম্বোডিয়াতে বাংলাদেশীর সংখ্যা সর্বসাকুল্যে শ’ দেড়েক, রাজধানী নমপেনেই যাদের অধিকাংশের বসবাস। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরির পাশাপাশি নিজ মালিকানায় গড়ে তোলা ব্যবসা-সফল বিভিন্ন কোম্পানি পরিচালনার মাধ্যমে এখানকার বাংলাদেশীরা দেশটির বিভিন্ন সেক্টরে বেশ সুনাম অর্জন করেছেন। একই সাথে উজ্জ্বল করেছেন বাংলাদেশের ভাবমূর্তি। মাতৃভূমির জন্য আরও নিবিড়ভাবে কাজ করতে চান তাঁরা।

প্যারিস ভিত্তিক ‘বিশ্ব বাংলাদেশ সংস্থা’ ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ কম্বোডিয়া সফরে এলে তাঁর সম্মানে রাজধানী নমপেনে রোববার (১৩ আগস্ট) ‘বাংলাদেশ কমিউনিটি ইন কম্বোডিয়া’ আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করে বলেন, “বিশ্বব্যাপী প্রবাসীদের কল্যাণে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ভালো কাজে কম্বোডিয়া প্রবাসী বাংলাদেশীরা সর্বাত্মক সহযোগিতা দেবেন”।

বাংলাদেশ-কম্বোডিয়া চেম্বার অব কমার্স (বিসিসিসি)-এর প্রেসিডেন্ট আখতারুজ্জামান শানু, যুক্তরাজ্য ভিত্তিক মুসলিম এইড-এর কম্বোডিয়াস্থ কান্ট্রি ডিরেক্টর খায়রুল হাফিজ, মালয়েশিয়াস্থ লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর রেক্টর মনিরুল ইসলাম, বিসিসিসি-এর ভাইস প্রেসিডেন্ট এম এইচ কবির ও সেক্রেটারি জেনারেল আবুল খায়ের মিয়া, ফারমেড হেলথকেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুল ইসলাম, ইন্টারটেক-এর কান্ট্রি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, লাকওয়াইকিকি কম্বোডিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাহিদ হাসান রফিক, এমজিএইচ-এর কান্ট্রি ম্যানেজার মাসুদ আলম সিদ্দিকী, ভিএফ কর্পোরেশনের প্লান্ট ইঞ্জিনিয়ার রমজান মিয়া, ভিনি ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তারেক বিন জিয়াদ, এএমইচ কম্বোডিয়া কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইমাম হোসাইন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে মতবিনিময় সভায় যোগ দেন।

গত বছর নভেম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বার্জায়া টাইম্স স্কয়ারে ইউরোপীয় ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্ব সম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র চলমান কর্মসূচী ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা কম্বোডিয়া প্রবাসী বাংলাদেশীদের সামনে তুলে ধরেন সংস্থার সভাপতি কাজী এনায়েত উল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.