Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের এক বাংলাদেশি কর্মকর্তা নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। হেমায়েত উদ্দিন সরকার নামের ৩৭ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী ও সাড়ে ৩ বছর বয়েসী ছেলেকে নিয়ে কুইনসের সেন্ট আলবেন্স এলাকার একটি বাড়িতে থাকতেন। নিউ ইয়র্কের পুলিশ এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পুলিশ বলছে, স্থানীয় সময় রোববার বিকালে ওই বাড়ির বেইজমেন্টে তিনি আত্মহত্যা করেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এসম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।

ময়নাতদন্তের জন্যে হেমায়েতের লাশ সিটি মেডিকেল এক্সামিনারের অফিসে নেওয়া হয়েছে।

তিনি যখন বেইজমেন্টে ওই ঘটনা ঘটান, তার স্ত্রী-সন্তান, বাবা ও পরিবারের অন্য সদস্যরাও সে সময় বাসাতেই ছিলেন।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সভাপতি আব্দুল খালেক খায়েরসহ কম্যুনিটি লিডার বাকির আজাদ সেখানে যান এবং হেমায়েতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

স্থানীয় বাংলাদেশিরা জানান, সিরাজগঞ্জের ছেলে হেমায়েত উদ্দিন সরকার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০০ সালে। ২০০৫ সালে তিনি নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর মোট পাঁচজন পুলিশ অফিসার আত্মহত্যা করলেন। নিউ ইয়র্ক সিটিতে ৪৯ হাজার পুলিশ অফিসারের মধ্যে হাজারখানেক বাংলাদেশি রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.