Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে খুন হওয়া আনোয়ারের স্মরণে ফ্রান্সে আ. লীগের শোকসভা

এনায়েত হোসেন সোহেল, প্যারিস  |  ২৭ নভেম্বর, ২০১৭

ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের ছোট ভাই সদ্য প্রয়াত আনোয়ার হোসেন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত রোববার বিকেলে প্যারিসের প্যারিজিয়ান রেষ্ট্রুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। শোকসভা ও দোয়া মাহফিলে ফ্রান্স আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় এ সময় বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, উপদেষ্টা আব্দুল হান্নান, সহ-সভাপতি সোহরাব মৃধা, সাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, সাহেদ আলী, গোলাম মোরশেদ পাটোয়ারী, হাজী জহিরুল হক, এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন, নিয়াজ উদ্দীন চৌধুরী হীরা, সৈয়দ রেজা শাকিল, খালেদ গোলাম কিবরিয়া , জহিরুল ইসলাম বিপ্লব, এইচ এম ইকবাল, সেলিম উদ্দীন, খালেকুজ্জামান, আলী আহমেদ জুবের, প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী, মুক্তিযোদ্ধা সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক পারভেজ রশিদ খাঁন, কৃষি সম্পাদক মাহমুদুল হক, মানবাধিকার সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ, সদস্য জাহিদ হোসেন, সাঈদ আহমদ, জনসংযোগ সম্পাদক তাজউদ্দিন তাজ, সহ তথ্য ও গবেষনা সম্পাদক রবিউল হোসেন, সহ দফতর সম্পাদক জাহেদ উর রশিদ, সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন সোহেল, কাজী আনোয়ার, রেজাউল করিম রনি, ছাত্রলীগ সহসভাপতি হোসেন মুন্না প্রমুখ৷

শোকসভায় বক্তারা বলেন, একাত্তরে পাকিস্তািন দোসররা যেমন স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের হত্যা, খুন গুম করতে দ্বিধা করেনি তেমনি ভাবে যখন আজ বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন ওই নরপিচাশরা আওয়ামীলীগ ছাত্রলীগ কর্মীদের হত্যায় মেতে উঠেছে। সর্ব শেষ বিয়ানীবাজারের পৌর শহরে দিনে দুপুরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের মর্মান্তিক হত্যাকান্ড। বক্তারা অবিলম্বে ওই নরপিচাশ খুনিকে গ্রেপ্তার পরবর্তী ফাঁসি দাবি জানান।

পরে মাওলানা হাফিজ ওয়াহিদুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.