Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ এর বিজয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৭

নিউ ইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপন করেছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি টি প্ল্যানটার সিরাজুল ইসলাম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব মো. শামীম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ বসারত আলী, অধ্যাপক সাইদ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া (সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রীমঙ্গল), মুক্তিযোদ্ধা হাজী মো. ইকবাল, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মৌলভীবাজার ডিসট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান।

অনুষ্ঠান আয়োজনে সহযোগী সংগঠন মৌলভীবাজার জনকল্যাণ সমিতি, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব ইউএসএ, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী পূজা উদযাপন পরিষদ, জনতা ক্লাব মৌলভীবাজার’র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবালকে সম্মাননা প্রদান করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মিজান খান। অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজনীতিবিদ নূরে আলম জিকু, রিপন মিয়া প্রমুখ।
 
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান আলী, সোহেল আহমেদ, কানু দেব, ইমরান আলী, শাহদত আলী, রোবেয়া বকত, হাবিবুর রহমান রনি, মেহদী হাসান সাজু, রাহেল হোসেন, হফিজ জমির আলী, মুজিবুর রহমান রেনু, আলী আহমদ ফারুক, রেবুল মিয়া, আব্দুল মতিন, শরিফ আহমদ, মো. ইকবাল, সুমন শরীফ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. ফয়েজ মিয়া মাষ্টার, মো. আকলু মিয়া, মো. জগলু তরফদার, শাহ রকিব আলী, আব্দুল গফ্ফার চৌধুরী খছরু, আব্দুর রহমান লেবু প্রমুখ।

বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে প্রবাসী বাংলাদেশীদের আরো ভূমিকা রাখতে হবে।

বক্তারা বলেন, ধর্মীয় সংকীর্ণতাকে পূঁজি করে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেদিকে প্রবাসীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মান্ধ-উগ্রপন্থীদের প্রতিরোধে প্রবাসী বাঙালিদের যথাযথ ভূমিকা রাখতে হবে।

সভাপতি সিরাজুল ইসলাম বেগ তাঁর বক্তব্যে অতিথি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.