Sylhet Today 24 PRINT

সৌদিতে ১২ ধরণের চাকরি পাবেন না বিদেশিরা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৮

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করে। এসব দেশ থেকে কাজের সন্ধানে সৌদিতে পাড়ি জমান অনেকেই। তবে আরব এই দেশটিতে তাদের কর্মসংস্থানের পরিসরটা এবার একটু ছোট হতে চলেছে। দেশটির সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, সৌদিতে ১২ ধরণের চাকরি করতে পারবে না বিদেশিরা।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলি আল-ঘাফিসের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এসপিএ জানায়, নতুন এই অধ্যাদেশ কার্যকর হবে আগামী সেপ্টেম্বর থেকে।

ওই অধ্যাদেশে বলা হয়, দেশটিতে ১২ ধরণের কাজে শুধু সৌদি নারী ও পুরুষরাই অংশ নিতে পারবেন। দেশটির নাগরিকদের জন্য কর্মসংস্থান ও বেসরকারি চাকরিতে তাদের জন্য সুযোগ তৈরির জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবালখালির বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, শুধু সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত ওই ১২ চাকরির ক্ষেত্রগুলো হচ্ছে—ঘড়ি, চশমা, মেডিকেল যন্ত্রাংশ, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, অটোমোবাইল পার্টস, গৃহনির্মাণ সামগ্রী, কার্পেট, গাড়ি ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, বাড়ি ও অফিসের আসবাবপত্র, শিশুদের পোশাক ও পুরুষদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্র ও কনফেকশনারি শিল্প।

খালেদ আরও জানান, কোনো প্রতিষ্ঠান যদি নিয়োগের এই নিয়ম মেনে না চলে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.