Sylhet Today 24 PRINT

প্যারিসে সারগাম শিল্পী গোষ্ঠীর বসন্ত উৎসব

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে |  ০৬ মার্চ, ২০১৮

ফ্রান্সে সারগাম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। রোববার (৪ মার্চ) বিকেলে প্যারিসের পখ দো ইবরির একটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সারগাম শিল্পী গোষ্ঠীর ১৩ বৎসর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাওলাদার মোহাম্মদ শাহাদৎ রনির সভাপতিত্বে ও মনিরুল ইসলাম ভূঁইয়া এবং শিমুল হাওলাদারের  সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নির্জর অধিকারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্সের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন,ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান শারু, বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি মোতালেব খান, সমাজ সেবী এসএইচ হায়দার, সুনাম উদ্দিন,আলতাফ হোসেন , হাসান সিরাজ , আলিমুর রেজা রবি , সুমন খান,আলী আক্কাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খন্দকার আতাউর রহমান বেনু,আজাদ আহমদ, মিরাজুল ইসলাম, মাসুদ হোসেন, রেজাউল খান, মশিউর রহমান, সাইফুল ইসলাম, রিপন আহমদ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সারগাম শিল্পী গোষ্ঠী যে শুদ্ধ সংস্কৃতির ধারা অব্যাহত রাখছে তা প্রশংসার দাবি রাখে। এ যাত্রা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, কবিতা ,পুঁথি ও গান  পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যথাক্রমে হাওলাদার মুহাম্মদ শাহাদৎ রনি, এমিল ওয়াহিদ প্রবল, আতাউর রহমান বেনু, মুন্নি খন্দকার, অনামিকা, আজাদ আহমেদ, ঐন্দ্রী, মাইনুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিপন, যারা খান নোভা, সোমা দশ, হাছান আহমদ, কাব্য কামরুল, তানভিরুল ওয়ারা জ্যাকি, রণজিৎ বড়ুয়া, শরিফুল ইসলাম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.