Sylhet Today 24 PRINT

নদীয়ায় সন্ন্যাসিনী ধর্ষণের মামলায় বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক |  ১৯ জুন, ২০১৫

গ্রেপ্তার নজরুল ইসলাম (২৮)নদীয়া জেলার একটি কনভেন্টে এক সন্ন্যাসিনীকে ধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি। পুলিশ জানায়, কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে সিআইডির একটি দল বুধবার রাতে নজরুলকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার আদালতে হাজির করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়। সিআইডির উপমহাপরিদর্শক (অপারেশন্স) দিলিপ কুমার আদাক বলেন, “নজরুল ইসলাম বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা, যে রানাঘাট ধর্ষণ মামলার একজন প্রধান আসামি।”

তিনি জানান, নজরুলকে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রানাঘাট) বিবি মণ্ডলের আদালতে হাজির করা হলে তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এর আগে মে মাসে পুলিশ শিয়ালদহ স্টেশন থেকে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল।

গত ১৪ মার্চ নদীয়ার রানাঘাটের জেসাস অ্যান্ড মেরি কনভেন্টে ঢুকে একদল দুর্বৃত্ত ৭১ বছর বয়সী ওই সন্ন্যাসিনীকে ধর্ষণ করে, যে অভিযোগে এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হলো।

ওই ঘটনার পর ওই সন্ন্যাসিনী ভারত ত্যাগ করে চলে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.