Sylhet Today 24 PRINT

বেনাপোলে বাস উল্টে আহত ২২

নিউজ ডেস্ক |  ২০ জুন, ২০১৫

বেনাপোল-যশোর মহাসড়কের কাগজপুকুর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার(১৯ জুন) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। 

এরা হলেন- বেনাপোলের ভবারবেড় গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে শুকুর আলী(৪৫), মনিরামপুরের জালপাড়া গ্রামের দোলোয়ারের স্ত্রী নাজমা(২৮), যশোর শংকরপুরের নাসিরের ছেলে কুদ্দুস(২৫) ও নড়াইলের কুরুলিয়া গ্রামের সুজিতের ছেলে সজিব(২৬)।

স্থানীয়রা জানান, বাসটি যাত্রী নিয়ে যশোর থেকে ছেড়ে বেনাপোলের দিকে যাচ্ছিল।এসময় বেনাপোলের কাগজপুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। 

এতে বাসটি উল্টে গিয়ে নারী-শিশুসহ ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁগআচড়া ক্লিনিক ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.