Sylhet Today 24 PRINT

জয়বাংলা স্লোগানে মুখর লন্ডন পার্লামেন্টের সামনের এলাকা

লন্ডন প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০১৮

জয়বাংলা স্লোগানে মুখরিত লন্ডন পার্লামেন্টের সামনের এলাকা। লন্ডন পার্লামেন্টের সামনে কমনওয়েলথ সম্মেলন স্থল হওয়ায় বৃহস্পতিবার সেখানে বিশাল জমায়েত নিয়ে হাজির হন যুক্তরাজ্য আওয়ামী লীগ, ইউরোপ আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন ব্যনার ফেস্টুন নিয়ে উপস্থিত নেতাকর্মীরা পার্লামেন্ট চত্বরের সামনে জয়বাংলা স্লোগানে মুখরিত করেন।

সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম.এ.গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, লন্ডন মহানগর যুবলীগের তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমেদ খান সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয় প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডাল্টন তালুকদার, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. জামাল আহমেদ চৌধুরী প্রমুখ।

এছাড়া ইউরোপ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ- সভাপতি এম.এ.কাশেম, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.