Sylhet Today 24 PRINT

অন্টারিও প্রাদেশিক নির্বাচনে লড়ছেন বাংলাদেশি মেয়ে ডলি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৮

কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে এম.পি.পি. পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি মেয়ে ডলি বেগম। টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে এম.পি.পি. পদে এরারই প্রথম কোন বাংলাদেশি প্রার্থী হয়েছেন।
 
ডলি বেগম ইতোমধ্যে কানাডার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এনডিপি থেকে মনোনীত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি।

সম্প্রতি স্কারবোরোর ওকরিজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতাকর্মীসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও উপস্থিত হন। এর সাথে ছিল তার ফান্ডরেইজ পর্ব।
 
ডলি বেগম তার বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন। বিশেষ করে কীভাবে কমিউনিটির জন্য কাজ করতে চান তার বর্ণনা দেন। নির্বাচনী প্রচারে বাংলাদেশিসহ সকল কমিউনিটির সদস্যদের তার পাশে থাকার জন্য আহ্বান জানান।

মূলধারার একটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়ায় তিনি ধন্যবাদ জানান দলটির নেতাকর্মীদের।
 
গত রবিবার ডলি বেগমের নির্বাচনী অফিসে গিয়ে দেখা গেলো, তিনি বেশ ব্যস্ত। এক ফাঁকে ডলি বললেন, আমি ছাত্রাবস্থায় নানাভাবে জনগণের সাথে সম্পৃক্ত। তাই আমি আমাদের বাঙালি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির ভোট প্রত্যাশা করছি।

নারীদের ও নতুন প্রজন্মের ভোট প্রত্যাশা করে নিজের বিজয়ের সম্ভাবনা দেখছেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, দেশটিতে আগামী ৭ জুন এই প্রাদেশিক সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.