০৫ মে, ২০১৮ ১৬:৫৩
ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী লন্ডনের মার্সি সাইড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার মানসিয়া উদ্দিন।
বৃহস্পতিবার (৩মে) অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির পার্থী মানসিয়া ১১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির প্রার্থী জন কানলিফ পান ৫৯২ ভোট।
মানসিয়াি দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের ফখরুল ইসলামের মেয়ে । তাঁর চাচা শিব্বির আহমদ সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক।
বৃহস্পতিবার ইংল্যান্ডের দেড়শ কাউন্সিলে নির্বাচন হয়। এতে অন্তত ১৬ ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন।
আপনার মন্তব্য