Sylhet Today 24 PRINT

স্পেন-বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জুন) মাদ্রিদের বাঙালি পাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ।

স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। স্পেন-বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ ও সাইফুল আমীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন।

প্রধান অতিথির বক্তব্যে দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ বলেন, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। দূতাবাস ও স্পেনের প্রধান দুটি শহর মাদ্রিদ ও বার্সেলোনার বাঙালি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক সৃষ্টিতেও তারা ভূমিকা রাখছেন। কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, প্রাক্তন সিনিয়র সহসভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সহসভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, আব্দুর রহমান, জাকির হোসেন, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আল আমিন মিয়া, গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সিপার আহমেদ, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম নয়ন, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, নোয়াখালী সমিতির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবুল কাসেম মুকুল, আব্দুল হামিদ সঞ্জু, গ্রেটার সিলেট এসোসিয়েশনের উপদেষ্টা নাজমুল ইসলাম নাজু, বিএনপি নেতা সানুর মিয়া সাদ, হুমায়ূন কবির রিগ্যান, শাওন আহমেদ, ব্যবসায়ী নাহিদ আনোয়ারুল, ফজির আলী নাদিম, সাইফুল ইসলাম, স্বপন চৌধুরী মিজান, আক্তার হোসেন, আফজাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.