Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে ঈদ শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৮

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (১৫ জুন)। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী সহ বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বৃহত্তর ওয়াশিংটনের অল ডালাস মুসলিম সেন্টার (এডাম সেন্টার) ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সেন্টারের প্রত্যেকটি শাখায় ঈদুল ফিতরের নামাজের আয়োজন করেছে।

ভার্জিনিয়ার উডব্রীজ ম্যানাসাস সংলগ্ন দার আল নুর মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো সকাল সাড়ে ৬টা, ৮টা, সোয়া ৯টা ও সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া, ভার্জিনিয়ার ফলসচার্চের দারুল হিজরা মসজিদে ঈদের ৬টি জামাতের আয়োজন করা হয়েছে। জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, সোয়া ১০টা, সোয়া ১১টা ও সোয়া ১২টায় অনুষ্ঠিত হবে।

বৃহত্তর ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) ঈদুল ফিতরের দুটি জামাতের আয়োজন করেছে। জামাত দুটি ওয়েন্ডহ্যাম গার্ডেন ম্যানাসাস, ১০৮০০ ভান্দর লেইন, ম্যানাসাস, ভার্জিনিয়া ২০১০৯ এ সকাল ৯টা এবং ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.