Sylhet Today 24 PRINT

বাহরাইনে বৃহত্তর সিলেট সোসাইটির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট |  ০২ জুলাই, ২০১৫

বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর সিলেট সোসাইটি।

বুধবার (০১ জুলাই) দেশটির রাজধানী মানামার কিউই রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

শামীম আহমদ ওলী ও রানা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি খালেদ মাহমুদ অলীদ। 

এতে অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর তরফদার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, মানামা মহানগর বিএনপির সভাপতি হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খোকন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি মুহাররাক শাখা সভাপতি মো. আবদুল হাই রিপন, রিপা শাখা সভাপতি সোহেল মিয়া, জিদহাফস শাখা সভাপতি মির্জা ফারুক, গালালী শাখা সভাপতি ধন মিয়া, মারুফ আহমেদ, সালেহ আহমেদ, দিলদার মাহমুদ, এম এম এ শামীম, জালাল আহমেদ বাতির, আবুল মিয়া, 

আতাউর রহমান, আহাদ মিয়া, মো. হারুন, আনোয়ার হোসেন, রমিজ আহমেদ, ইউসুফ হাকিম, নাসির উদ্দীন, আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। 
 
ইফতারের আগে দেশ,জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.