Sylhet Today 24 PRINT

টরন্টোর শীর্ষ মেধাবীদের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৮

কানাডার টরন্টো ডিসট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মীর্জা নাহিয়ান। ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে নাহিয়ান শীর্ষ চার মেধাবীর একজন হয়েছেন।

বৃহস্পতিবার টিডিএসবি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শীর্ষ মেধাবীদের তালিকা ঘোষণা করে। বিভিন্ন স্কুল থেকে সাতজন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন।

সিডার ব্রে কলেজিয়েট স্কুল থেকে গ্রেড টুয়েলভ শেষ করেছেন মীর্জা নাহিয়ান।

আসন্ন শিক্ষাবর্ষে কানাডার সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক শ্রেণিতে অধ্যয়ন করবেন নাহিয়ান। ইতোমধ্যেই টরন্টো বিশ্ববিদ্যালয় তাকে ১০ হাজার ডলারের 'ডিন'স এওয়ার্ড' প্রদানের ঘোষণা করেছে। এছাড়া সম্মানজনক 'শুলিচ লিডার স্কলারশিপ'-এর বাছাই পর্বে মনোনয়ন লাভ করেছেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক যন্ত্র প্রকৌশলী মীর্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন (সোহাগ) ও নাসরিন সুলতানা দম্পতির দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ নাহিয়ানদের আদি বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। নাহিয়ানের ভাই মীর্জা রিজওয়ান হোসেন টরন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সূত্র: নতুন দেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.