Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে আফজালুর রহমানকে বিদায় সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৮

প্রবাস জীবন ছেড়ে যাওয়া ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহসভাপতি মো. আফজালুর রহমান সরকার (চেয়ারম্যান) কে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রঙ্কস ইউনিট।

শুক্রবার (২০ জুলাই) নিউ ইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ২৫ জুলাই মো. আফজালুর রহমান সরকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রঙ্কস ইউনিট কমান্ডার আবুল মনসুরের পরিচালনায় এবং ব্রঙ্কস ইউনিটের ডেপুটি কমান্ডার মো. মঞ্জু চোকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ডাইভার্সিটি হোমস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইমরান রন শাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলর প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন, সিনিয়র সহসভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, প্রবাসী মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, মনির হোসেন, মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএর উপদেষ্টা মিয়া মো. দাউদ, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়র সহসভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, খায়ের আখন্দ, সারোয়ার আলী, বুরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে ইউএসএনিউজঅনলাইনডটকম এবং সাপ্তাহিক জনতার কন্ঠের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এসএএম টিভির সিইও গোলাম মোস্তফা সংগ্রামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

পরে মো. আফজালুর রহমান সরকারকে প্রধান অতিথি ইমরান রন শাহ বিশেষ উপহার এবং ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ক্রেস্ট প্রদান করে।

আফজালুর রহমান সরকার তার আবেগ আপ্লুত বক্তব্যে বলেন, এমন সম্মাননা জানানোর অনুভূতি ভাষায় ব্যক্ত করার মত নয়। বক্তারা তার সুস্থ-সুন্দর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.