Sylhet Today 24 PRINT

সিলেটের নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত ব্রিটেন

জুয়েল রাজ, লন্ডন |  ২৭ জুলাই, ২০১৮

সপ্তাহ জুড়েই ব্রিটেনে চলছে রেকর্ড পরিমাণ গরম। প্রায় মধ্যপ্রাচ্যের তাপমাত্রার কাছাকাছি উত্তাপে পুড়ছে ব্রিটেন। সেই উত্তপ্ততাকে আরও বাড়িয়ে দিয়েছে আগামী ৩০ জুলাই বাংলাদেশের সিটি করপোরেশনের নির্বাচন।

বিশেষ করে দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট সিটি নির্বাচন নিয়ে উত্তপ্ত বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডন। শুধু মাত্র লন্ডন শহর নয় ব্রিটেনের ছোট বড় প্রত্যেক শহরেই পছন্দের প্রার্থীর পক্ষে চলছে মিটিং সমাবেশ। অনেক নেতা কর্মী আবার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে উড়ে গেছেন বাংলাদেশে।

শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, সামাজিক অনুষ্ঠানাদিতেও আলোচিত বিষয় এখন সিলেটের সিটি করপোরেশন নির্বাচন।

লন্ডনে পিএইচডি গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল এক বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে এসে মন্তব্য করেন "নির্বাচন সিলেটে না লন্ডনে বুঝতে পারছি না। পুরো বিয়ের সেন্টার জুড়ে শুধু সিটি করপোরেশন নির্বাচন নিয়েই আলোচনা। সিলেট থেকে সাম্প্রতি লন্ডনে আসায় সবাই জানতে আগ্রহী সিলেটে কে বিজয়ী হবেন।"

গড়ে প্রতিদিনই কোন না কোন সংগঠন নিজেদের দলীয় প্রার্থীর পক্ষে সভা সমাবেশ করছেন। পূর্ব লন্ডনের জনপ্রিয় বাংলাদেশী প্রিন্টার্স, ফেইথ প্রিন্টার্সের পরিচালক মোসলেহ উদ্দীন আহামেদ জানান প্রতিদিনই আওয়ামী লীগ,  বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে দলীয় প্রার্থীদের সমর্থনে ব্যানার পোস্টার তৈরি করছেন। শুধু মাত্র মেয়র প্রার্থী নয়, কাউন্সিলদের সমর্থনেও সভা সমাবেশের ব্যানার,  টি-শার্ট, স্টিকার  তৈরী করাচ্ছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষেও ব্যানার তৈরী হয়েছিল বলে জানান তিনি।

সমর্থনে সভা ছাড়া সংবাদ সম্মেলন করেও বিভিন্ন সংগঠন তাঁদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। লন্ডনের রাজপথে বাংলাদেশের প্রার্থীর পক্ষে মিছিল করার ঘটনা ও ঘটেছে।

তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহামেদ কামরানের সমর্থকরাই এগিয়ে আছেন। তুলনামূলক ভাবে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা কম। অন্যদিক লন্ডনে জামায়াতের বিশাল ঘাঁটি থাকলেও নির্বাচনে তাদের সমর্থিত সতন্ত্র প্রার্থী নিয়ে মৌনতার পন্থা, অবলম্বন করছে দলও এর নেতা কর্মীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.