Sylhet Today 24 PRINT

দুবাইয়ে প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৮

দেশের আঞ্চলিক ঐতিহ্য ধরে রাখতে প্রবাসীদের নিজ নিজ এলাকার ঐতিহ্য নিয়ে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাইয়ের একটি হোটেলে মৌলভীবাজারের প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বক্তারা।

সংগঠনের সভাপতি এনআরবি ব্যাংকের পরিচালক আব্দুল করিমের সভাপতিত্বে ও আতিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বড়লেখার নারী শিক্ষা অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও প্রবাসী বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার মুজিবুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামরান আনোয়ার, সুহেল আহমদ, কয়েছ উদ্দিন, হানিফ উদ্দিন, কামাল আহমদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে মৌলভীবাজারের অনিন্দ্য সুন্দর উপজেলা বড়লেখার প্রাকৃতিক ঐতিহ্য বিশ্ব দরবারে আরো প্রসার করতে সকলকে একযোগে কাজ করার অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.