Sylhet Today 24 PRINT

বিজ্ঞান প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছাতে ভোট চান আয়েশা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশি আয়েশা আহমেদ আবারও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ২০১৮ জুনিয়র ব্রেকথ্রু বিজ্ঞান প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছেন তিনি।

বিশ্বের ১৭০টি দেশের ১১ হাজারেরও বেশি প্রতিযোগি এতে অংশ নিয়েছেন।

প্রতিযোগিতায় এখন তিনি পপুলার ভোটিং রাউন্ডে আছেন। অনলাইন ভোটের আওতায় আয়েশাকে ভোট দিতে ভিডিও লিঙ্কে (https://m.facebook.com/story.php?story_fbid=230279691000529&id=560920623933298&_rdr ) গিয়ে লাইক, লাভ, ওয়াও ক্লিক করতে পারেন আপনিও।

ভোট চলবে ২০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত।

গত বছর একই প্রতিযোগিতায় আয়েশা সেমিফাইনালে উঠেছিলেন। ভোটিংয়ের হেরে যাওয়ায় ফাইনালে উঠতে পারেননি তিনি।

আপনার লাইক, লাভ, ওয়াও এবার আয়েশাকে ফাইনালে তুলতে পারে, যা বাংলাদেশের জন্যও সুনাম বয়ে আনবে।

আয়েশা আহমেদ বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন। তার বাবা মুনীর আহমেদ আবুধাবিতে উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ও কনসালট্যান্ট হিসেবে কর্মরত। আয়েশার গ্রামের বাড়ি বরিশাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.