Sylhet Today 24 PRINT

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত-শিবিরের হত্যাকণ্ডের বিচার দাবি

নিউ ইয়র্কে মুনির, তপন ও জুয়েল স্মরণে সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

নিউ ইয়র্কে জাসদ নেতা শহীদ মুনির, তপন ও জুয়েল স্মরণে আয়োজিত সভায় বাংলাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত-শিবির কর্তৃক সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) জ্যাকসন হাইটসের মামুন’স টিউটোরিয়ালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর যুক্তরাষ্ট্র সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আবদুল হাসিব মামুন, স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন জাসদ নেতা আবুল ফজল লিটন, লিয়াকত হোসেন, নাদের হোসেন, জ্যুতির্ময় দত্ত নিশু, জাকির হোসেন বাচ্চু, মো. পজল আলী, অলি আহাদ, মো. আপন, হুমায়ূন আহমেদ চৌধুরী, আমিনুর রহমান পাপ্পু, শওকত ওসমান, আবুল হোসেন, শাহিনূর কোরেশি প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে জাসদ।

তারা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট শাখার নেতা মুনির, তপন ও জুয়েল বিগত ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাবিরোধী এক গণ মিছিলে জামায়াত-শিবির চক্রের হামলায় নির্মমভাবে নিহত হন। রাজাকারমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠন করতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.