Sylhet Today 24 PRINT

নভেম্বরে বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের সেরা ধনী দেশের তালিকায় রয়েছে কাতার। বাংলাদেশিদের বড় একটি শ্রমবাজার দেশটি। যেখানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশির বসবাস।

বাংলাদেশসহ আট দেশে ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। নভেম্বর থেকে বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার। বাংলাদেশে দুটি ভিসা কেন্দ্র স্থাপনের কাজ এখন শেষ পর্যায়ে।

কাতার আসার আগে চুক্তিপত্রে স্বাক্ষর, স্বাস্থ্য পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হবে এ কেন্দ্র থেকে। আর এ জন্য কোনো প্রকার ফি দিতে হবে না।

এ প্রক্রিয়া শেষ করে এলে খুব কম সময়ের মধ্যে কর্মীদের কাতারের পরিচয়পত্র মিলবে। কাতার সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.