Sylhet Today 24 PRINT

দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টসের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৮

ভিসা বন্ধের কারণে ৬ বছর ধরে বাংলাদেশিরা আরব আমিরাতে নানা কষ্টে ছিলেন। সাম্প্রতিককালে সাধারণ ক্ষমা ও আভ্যন্তরীণ মালিক পরিবর্তনের ফলে বাংলাদেশীরা উপকৃত হয়েছেন। সেই সাথে ব্যবসায়ীরাও আশায় বুক বেঁধেছেন। আগামীতে দুবাইয়ে বাংলাদেশীদের ভিসা খোলার অপেক্ষায় আছেন প্রবাসীরা।

বুধবার (১০ অক্টোবর) দুবাই শহরের দেরা বাজারে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আব্দুন নুর রইছ গার্মেন্টস এন্ড এমব্রয়ডারি টেইলারিং মেটারিয়ালস ট্রেডিং এলএলসি এর উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেছেন।

গার্মেন্টসের উদ্বোধন করেন আল তিব্বত প্রতিষ্ঠানের ম্যানেজার নাদের আলী লতিফি (ইরানী) এবং সাঈদ লতিফি (ইরানী)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম। পরে দোয়া পরিচালনা করেন স্থানীয় বাংলাবাজার জামে মসজিদের ঈমাম।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল নূর তুষার বলেন, এই ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশীদের জন্য থাকবে সর্বোচ্চ ছাড়। তিনি বাংলাদেশী প্রবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবার আশ্বাস জানিয়েছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইমারত পারফিউমের স্বত্বাধিকারী হাবীব হোসেন, নুরুল হক লোদাই, রাসেল আহমদ, আনোয়ার, জাহেদ, আতিক, তৌহিদ, ফয়সল সহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.