Sylhet Today 24 PRINT

আমিরাতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টরের সাথে মতবিনিময়

লুৎফুর রহমান, আরব আমিরাত |  ১২ অক্টোবর, ২০১৮

সিলেটের সমৃদ্ধ উপজেলা বিয়ানীবাজার। বিশ্বজুড়ে বিয়ানীবাজারীদের খ্যাতি আছে। আমেরিকা সহ বিশ্বের সকল বাংলাদেশি সংগঠনে একের পর এক বিয়ানীবাজারীরা নেতৃত্ব দিচ্ছেন। পণ্ডিতের লীলাভূমি বিয়ানীবাজারের মানুষেরা মানবতার কল্যাণে নিয়োজিত থাকেন।

আমিরাতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে মতবিনিময় সভায় এসব বলেন বক্তারা।

বৃহস্পতিবার শারজাহের একটি রেস্তোরাঁয় বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা আমিরাত শাখা উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম জায়গীরদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মুহিত। প্রধান বক্তা ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা শামস উদ্দিন খান, মোস্তফা কামাল রাজ, জাওয়াদুর রহমান, শেহাবুল আম্বিয়া, আব্দুল কাদের, সিনিয়র সহ সভাপতি আলী জাকের সিদ্দিকী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মাসুক উদ্দিন ইউসুফ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

আরও বক্তব্য দেন মিজানুর রহমান রোমান, দেলোয়ার হোসেন, আব্দুস সামাদ, আলতাফ হোসেন, আমিন হাসান খাঁন, কবির উদ্দিন, জামান ফখরুল, এম সুমন আহমদ, মোহাম্মদ শাহজাহান, আব্দুল হাসিব খোকন, মইনুল ইসলাম ময়ুর, আব্দুল কাদের, কয়েছ আহমদ সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ আলতাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.