Sylhet Today 24 PRINT

দুবাইয়ে বাংলাদেশী আতরশিল্প উন্নয়নের আহবান

লুৎফুর রহমান, দুবাই থেকে |  ১৪ নভেম্বর, ২০১৮

প্রবাসীদের রেমিটেন্সের মূল চালিকাশক্তি আখ্যায়িত করলে হবে না বরং প্রবাসীদের যথাযথ অধিকার আদায়ে দলমতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মৌলভীবাজারের বড়লেখা সুজানগর ইউপির সাবেক চেয়ারম্যান ছাব্বির আহমদ ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনের দুবাই আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা এসব বলেছেন।

মঙ্গলবার দুবাইয়ে একটি নৌ বিহারে ব্যতিক্রমী এ আয়োজন করে প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ। সংগঠনের সভাপতি এন আর বি ব্যাংকের পরিচালক আব্দুল করিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন খলিলুর রহমান খলু। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন হাফিজ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফজল ও ব্যবসায়ী হাবিবুর রহমান।

ব্যতিক্রমী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, আব্দুল খালিক, নিয়াজুল ইসলাম, ফজিল আহমদ, আব্দুল হামিদ, ছানু মিয়া, জিয়ানুল ইসলাম সহ আরো অনেকে।

বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের হয়ে আগর শিল্পের প্রতিনিধিত্ব করছে বড়লেখাবাসী। মধ্যপ্রাচ্যের বাজারে এ সুগন্ধি শিল্পের অনেক কদর। এই শিল্পের অগ্রযাত্রা আরো এগিয়ে নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে সংবর্ধিত দুই সাবেক জনপ্রতিনিধিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.