Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে কবি দেলোয়ার হোসেন মঞ্জুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

যুক্তরাজ্য প্রবাসী কবি দেলোয়ার হোসেন মঞ্জু আর নেই। বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় যুক্তরাজ্যের বার্মিংহামে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

সোমবার বার্মিংহামে তার দাফন হওয়ার কথা রয়েছে।

কবি মঞ্জু দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। দেলোয়ার হোসেন মঞ্জু ১৯৭০ সালের ৩০ নভেম্বর সিলেট নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বানীপাতা গ্রামের মকবুল হোসেনে ছেলে।

দেলোয়ার হোসেন মঞ্জু মূলত একজন কবি। কবিতার পাশাপাশি তিনি কথাসাহিত্য ও গদ্য রচনা করে গেছেন। তার প্রকাশিতগ্রন্থ সংখ্যা ১০। তার আটটি কাব্যগ্রন্থের সংকলন এক মলাটে ‘বিদ্যুতের বাগান সমগ্র’ ছাড়াও রয়েছে উপন্যাস ‘কাফের’ ও ‘জ্যোৎস্নার বেড়াল’। তিনি অনিয়মিতভাবে চিন্তা ও চিন্তকের ছোটোকাগজ ‘ধীস্বর’ সম্পাদনা করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.