Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও লেখক ড. জহিরুল ইসলাম আর নেই!

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

‘একাত্তরের গেরিলা’ বইয়ের লেখক, মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলাম আর নেই।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে তিনটায় কানাডার টরন্টো বে-ক্রেস্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গত এক বছর ধরে তিনি দুরারোগ্য লিভার ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ১৯৫১ সালের ২৯ আগস্ট কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ক্যাপ্টেন হায়দারের তত্ত্বাবধানে গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহর ও সংলগ্ন এলাকায় গেরিলা যুদ্ধ করেন।

মুক্তিযুদ্ধের ওপর তাঁর লেখা বই ‘একাত্তরের গেরিলা’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ক্যাপ্টেন হায়দারকে নিয়ে ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়’ বইটির জন্য তিনি এ বছর আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেন।

কর্মজীবনে ড. জহিরুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ছিলেন। ২০০১ সাল থেকে তিনি সপরিবারে কানাডার টরন্টোতে বাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এ কন্যা রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.