Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : কামরুলের আটককারীদের তথ্য গোপনের অভিযোগ করলেন কমিউনিটি নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

সিলেটে শিশু রাজন হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামের প্রকৃত আটককারীদের তথ্য গোপন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা।

সম্প্রতি জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি কমিউনিটি নেতা মার্শাল কবির পান্নু ও ইসমাইল হোসেন বলেন, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সিলেটের রাজন হত্যাকারী কামরুল ইসলাম আটক হওয়ার পর দেশের এক বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের জেদ্দা প্রতিনিধি সত্য আড়াল করে নিজেকে হিরো সাজিয়ে মিথ্যাচার করেছেন। আমরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে বেসরকারী টিভি চ্যানেল এনটিভি’র জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমকে অভিযুক্ত করে তারা আরও বলেন, ওই টিভি সাংবাদিক প্রবাসীদের ধোঁকা দিয়েছেন। তাই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জেদ্দা প্রবাসী রাশেদ হোসেন, মোরশেদ আলম, জাকির হসেন ও দুলাল কামরুলকে আটকের মূল নায়ক বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.