Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের ঐক্যফ্রন্ট প্রার্থীদের সমর্থনে নিউ ইয়র্কে সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ  প্রতীকের সকল প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৬ ডিসেম্বর) ব্রঙ্কসে আল আকসা রেস্টুরেন্ট পার্টি হলে মৌলভীবাজার জেলাবাসী যুক্তরাষ্ট্রের ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে স্ব স্ব এলাকায় জনমত গঠনকল্পে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান হয়।

এসময় সভায় বক্তারা বলেন, ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত করে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।

সাবেক ছাত্রনেতা লায়েক তরফদারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও বিএনপি নেতা সৈয়দ সালেহ আহমদ।

সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া, মৌলভীবাজার-১ আসনের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, আবু সাইদ আহমদ, আহবাব চৌধুরী খোকন, আবদুল হক শিপলু, জাবেদ আহমদ, টিটু চৌধুরী বোরুন দে, রেজাউল আজাদ ভূইয়া, আলমগীর কবির শামীম, জুবায়ের খান জুয়েল, তপোধীর রায়, রিপন আহমেদ, শিবলু রহমান, সিফু আহমেদ, বশির আহমেদ, হাবিবুর রহমান, কামরুল হাসান, সুমন মোহাম্মদ প্রমুখ।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে নির্বাচনের মাঠে থাকার অনুরোধ জানান। তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালাচ্ছে।

বক্তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.