Sylhet Today 24 PRINT

বাংলাদেশি অধ্যাপক পেলেন ব্রিটেনের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৯

বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা টিপু আজিজ লাভ করেছেন ব্রিটেনের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস (এনডিএস) অধ্যাপক আজিজকে নিউরোসার্জারি তার অবদানের জন্যে আজীবন সম্মাননা হিসেবে ‘মেডাল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) প্রদান করেছে।

১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) জন্ম নেওয়া অধ্যাপক আজিজ লন্ডন ইউনিভার্সিটি কলেজে নিউরোফিজিওলজি বিভাগে পড়াশোনা করেন।

তিনি পারকিনসন’স এবং মাল্টিপল স্ক্লেরোসিসসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.