Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত ১০

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৯

মালয়েশিয়ায় একটি বাস খাদে পড়ে ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতরা সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক।

রোববার নিলাই থেকে শ্রমিকরা তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসছিলেন।

একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

সেপাং পুলিশপ্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদামশাহ বলেন, বাসটিতে ৪৩ যাত্রী ছিল। সব শ্রমিক রাত ১২টার শিফটে কাজ করার কথা ছিল।

তিনি বলেন, আহত ৩৪ জনকে সেরডাং, পুত্রজায়া, বান্টিং ও কাজাংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনাস্থলে দমকল, বেসামরিক প্রতিরক্ষা, স্বাস্থ্য বিভাগ ও এমএএস কার্গো কমপ্লেক্সের অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

দক্ষিণ সেলাঙ্গর দমকল বিভাগের প্রধান ফাদিল সালেহ জানান, রাত ১১টা ১৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীদের বের করে আনতে বাসের অনেক অংশ কাটতে হয়েছে। পুরো উদ্ধার তৎপরতা শেষ করতে এক ঘণ্টা সময় লেগেছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

এদিকে বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.