Sylhet Today 24 PRINT

জেদ্দায় নিহত চার শিক্ষার্থীর কুলখানি সম্পন্ন

নিউজ ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৫

বন্ধুদের নিয়ে জেদ্দার সমুদ্র সৈকতে ভ্রমণ করে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি শিক্ষার্থীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

গত ৭ আগস্ট স্থানীয় আভোর এলাকায় সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হন। তারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) একাদশ শ্রেণিতে পড়তেন। শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে জেদ্দায় থাকতেন। এই ঘটনায় আহত হন আরও ছয় শিক্ষার্থী। 

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ একে এম শহীদুল করিম, কনসাল রেজা ই রাব্বি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা (ইংলিশ শাখা) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আবদুল মান্নান মিয়া, স্থানীয় দু’টির স্কুলের অধ্যক্ষ, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের উপদেষ্টা (মধ্যপ্রাচ্য) কাজী নওফেল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.