Sylhet Today 24 PRINT

কলকাতার মোম জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৫

ভারতের কলকাতায় মোম জাদুঘরে (মাদার্স ওয়াক্স মিউজিয়াম) বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হয়েছে।

ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার (১৪ আগস্ট) প্রতিকৃতিটি স্থাপিত হয়।

ভারত সফররত বাংলাদেশের তথ্য সচিব মরতুজা আহমদ শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন উপলক্ষে এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ আবাসন অবকাঠামো উন্নয়ন করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান দেবাশীষ সেন এর আমন্ত্রণে তথ্য সচিব এ শোভাযাত্রায় অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কলকাতার উত্তর-পূর্বাংশে সল্টলেকের কোল ঘেঁষে নূতন শহরে গত বছরের নভেম্বরে এ মোম জাদুঘর যাত্রা শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.