Sylhet Today 24 PRINT

আমেরিকায় মেজর হিসেবে পদোন্নতি পেলেন নবীগঞ্জের মনসুর

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৯

ইউএস আর্মির ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলী। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

৩ জুন টেক্সাসের ফোর্ট হুড আর্মি বেইজের ডারনেল আর্মি মেডিকেল সেন্টারে আর্মি প্রোমোশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেডিকেল সেন্টারে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল অফিসার ডা. মনসুর আলী ক্যাপ্টেন থেকে ইউএস আর্মি মেডিকেল কর্পস এর মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সাথে ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ।

মেজর ডা. মনসুর আলীর সেরিমনিতে পরিবার থেকে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম।

জানা যায়, বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কেরামত আলীর ২য় ছেলে মনসুর আলী বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।

ডা. মনসুর আলী যুক্তরাষ্ট্র আর্মির মেজর পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.