Sylhet Today 24 PRINT

বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৯

স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

৪ ও ৫ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে বাংলায় ৪০ ও ইংরেজিতে ৪০ নাম্বারের পরীক্ষা এবং ২০ নাম্বারের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, সামাজিক শিক্ষাসহ বাংলা ভাষায় কথা দক্ষতাও যাচাই করা হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, শিশু শ্রেণীর ‘ক’ ও ‘খ’ ইউনিটসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে স্কুলের শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের মেধাতালিকা নির্ধারণ করবেন। আগামী ২১ জুলাই বার্ষিক শিক্ষাসফর ও বনভোজন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত বাংলা, ইংরেজি পাঠ্যবইসহ সামাজিক শিক্ষা, ধর্মশিক্ষা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংবলিত বাংলা স্কুল কর্তৃপক্ষের তৈরি সিলেবাস অনুসারে পাঠদানের পর এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.