Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর খুনিদের খেতাব প্রত্যাহারের দাবি কানাডায় অভিবাসী ১২ বিশিষ্টজনের

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৯

বঙ্গবন্ধুর দুই খুনি শরিফুল হক ডালিম ও নূর চৌধুরী

বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই খুনির নাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং উইকিপিডিয়ায় এখনো শোভা পাচ্ছে বীরের মর্যাদা! তাদের মধ্যে কানাডায় অবস্থানরত ক্যাপ্টেন নূর চৌধুরীর নামের সঙ্গে ‘বীর বিক্রম’ আর নিরুদ্দেশি মেজর শরিফুল হক ডালিমের নামের পাশে ‘বীর উত্তম’ উপাধি এখনো রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত ইতিহাসের জঘন্যতম খুনিদের ফাঁসির আদেশ দিলেও তাদের বীরের খেতাব এখনো বাতিল করা হয়নি। অথচ মানবাধিকার লঙ্ঘনের দায়ে অং সান সুকি'র একাধিক পদক প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উল্লেখিত দুই খুনির খেতাব বাতিলের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন কানাডায় অভিবাসী ১২ জন লেখক, সাংবাদিক, শিক্ষক, শিল্পী, আইনজীবী এবং সংস্কৃতিকর্মী।

বিবৃতিদাতারা হলেন- লুৎফর রহমান রিটন, ড. মোজাম্মেল খান, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সুমন রহমান, ব্যারিস্টার কামরুল হাফিজ, দিনু বিল্লাহ, রাকীব হাসান, নাহার মনিকা, আহমেদ হোসেন, মনিস রফিক, জাকির এবং জর্জ রয়।

এক বিবৃতে তারা বলেন, ইতিহাসের জঘন্যতম অপরাধের রায়ে দণ্ডিত খুনিদের পদক এখনও বহাল থাকা বিস্ময়কর হয়েছি! পদকের সম্মান, রাষ্ট্রের সম্মান, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সম্মান বাঁচাতে কলঙ্কিতদের খেতাব প্রত্যাহার একান্ত জরুরি।

জানা গেছে, ১৯৭৫ সালের নারকীয় হত্যাযজ্ঞের কুশীলবদের এমন উপাধি ২০১৭ সালে প্রত্যাহারের পদক্ষেপ নেয়া হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.