Sylhet Today 24 PRINT

কেমন আছেন প্রবাসী বাঙালি নারী?

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৯

অস্ট্রেলিয়া কিংবা প্রবাসে কেমন আছেন বাঙালি নারী? কেমন তাদের জীবন-জীবিকা? তাদের জয়-পরাজয়ের গল্পগুলোই বা কেমন?

এই দূর প্রবাসেও কি একজন বাঙালি নারীর জীবনে, সংসারে পুরুষের সাফল্যই তাদের সাফল্য? পুরুষের জয়-পরাজয়ও কি তাদের জয়-পরাজয়? নাকি তাদেরও কোনও স্বাধীন সত্ত্বা আছে? তাদেরও কোনও আনন্দ, বেদনা, স্বপ্ন-কল্পনা আছে?
অস্ট্রেলিয়ার মতো ব্যক্তি স্বাধীনতার দেশেও তো দেখি, স্বামীর হাতে স্ত্রী খুন, সতীনের ঘর, কোলে একটা, পেটে একটা বাচ্চা নিয়ে কত কত অবরোধবাসিনী!

আমরা কি সত্যি সত্যি তাদের জীবন সম্পর্কে জানি? আমরা কি কখনো তা জানার কিংবা বোঝার চেষ্টা করেছি? কেউ কেউ বলতে পারেন- ‘এটা জানি’, ‘ওটা জানি’। কিন্তু যতটুকু জানতে পেরেছেন, তা-ই কি সব?

মোটেও না, বরং না বলা গল্প আছে, অনেক। সেসব গল্প একজন নারী, কেবলমাত্র আরেকজন নারীকেই বলতে পারে। কিন্তু কোনও পুরুষকেই বলতে পারে না; এমনকি বাপ-ভাই হলেও না।

সেই সব “UNTOLD STORIES আমাদের গল্প” নিয়ে একটি বিশেষ আয়োজনই করতে যাচ্ছে, ফেসবুক ভিত্তিক সংগঠন ‘আমি নারী The Empowered Women”। আগামী রোববার (২০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্লেনফিল্ড কমিউনিটি হল, ১০ নিউটাউন রোড, গ্লেনফিল্ড, অস্ট্রেলিয়ায়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.