Sylhet Today 24 PRINT

ডিসেম্বরে চালু হচ্ছে প্রবাসী বীমা

লুৎফুর রহমান |  ১৯ অক্টোবর, ২০১৯

আগামি ডিসেম্বরে প্রবাসী বীমা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম পি।

শুক্রবার স্থানীয় একটি অভিজাত হোটেলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, আগামি ডিসেম্বরেই প্রবাসীদের বীমা চালু হবে।

তিনি আরও বলেন, বিদেশের যেখানে বাংলাদেশি বৃহৎ কমিউনিটি আছে সেখানে বাংলাদেশি স্কুল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

৫২ বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান, ডা. নাজি আকরাম আলাস, আলী আব্দুল্লাহ খুসাইফ, ওবায়েদ হাসান মোতোয়া, শেইখা রাশেদ আলী, কনসুলেটের ডেপুটি কনসাল শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান প্রমুখ।

এ সময় ফুজাইরাহতে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ এবং আমিরাতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণ নিয়ে দাবি জানানো হয়।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক মাহাবুবুল হক, জাহিদ হাসান, বখতেয়ারুল ইসলাম চৌধুরী।

দু দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফারুক।

পরে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের ক্রেস্ট তোলে দেন মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.